কোরআন-হাদিসের আলোকে হযরত ঈসা -এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে এই অ্যাপ ডেভেলপ করা হয়েছে। হযরত ঈসা -এর জীবন অত্যন্ত ঘটনাবহুল। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা বিতর্কের সূত্রপাত রয়েছে। ঊনি আল্লাহ্র বিশেষ কুদরতে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন। এটাকে কেন্দ্র করেই তার জীবনে বিতর্কের আবির্ভাব এবং শেষপর্যন্ত আল্লাহ্র লীলায় মৃত্যু ছাড়াই উঠিয়ে নিয়ে যান। এ সমস্ত ঘটনার জন্যই ঈসা কে নিয়ে কিছু সত্য এবং কিছু বানোয়াট গল্প রয়েছে। কিন্তু তার সম্পর্কে জানতে হলে কোরাণ -হাদিসের আলোকে যথার্থ ভাবে জানা প্রয়োজন।.