দোয়া চাওয়া বা দোয়া করা মুসলিম সম্প্রদায় এর জন্য খুব জরুরি একটা বিষয় প্রত্যেক মুসলমান কে আল্লাহর কাছে একান্তত কিছু চাইতে হলে দোয়া করতে হয় তবে এই দোয়া চাওয়ার কিছু নিয়ম আছে প্রত্যেক টি চাওয়ার জন্য থাকে আলাধা দোয়া আলাধা আমল কারণ এক এক দোয়ার এক এক ফজিলত, আমরা অনেকে জানি না কোন সময় কোন দোয়া পগতে হয় কোন দোয়া পড়লে কি ফজিলত অথবা কোন দোয়া পড়লে কি হয় তাও জানি তাই আমরা হয় তো দোয়া করেও আমাদের চাওয়া টা পাই না আবার এরুপ ও হাদিসে বর্ননা আছে যে আমরা আল্লালাহর কাছে যা চাই তা আল্লাহ ঠিকি দেন কিন্তু আমরা তা বুঝতে পারি না বর্ননাকে এমন বলা হয়েছে যে আমরা যা চাই আল্লাহ তার পরিবর্তে আমাদের সেই সমান কোন বিপদ থেকে মুক্তি দেন বা যা চাই তা আখেরাতে জন্য বরাদ্দ করেন যাই হোক আল্লাহ তা'আলা সুমহান তিনি পরণ দয়ালু আল্লহর দরবারে খাজ দিলে কোন কিছু চাইলে আল্লহ নারাজ করেন না, আর কাই আমরা আপনার জানার সুবিদার্থে তৈরি করেছি এই দোয়ার বই অ্যাপ টি.